অনুমোদিত গণমাধ্যম আসতে না দেওয়ার হুমকি সাংবাদিকদের

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দিগন্ত টিভি, ইসলামিক টেলিভিশন ও আমাদের দেশ পত্রিকা খুলে না দেওয়া পর্যন্ত নতুন অনুমোদনপ্রাপ্ত টেলিভিশন ও রেডিও সম্প্রচার করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।

জাতীয় প্রেস ক্লাব চত্ত্বরে বুধবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দৈনিক আমার দেশ ইউনিট উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের এক প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুমকি দেন।

রুহুল আমিন গাজী বলেন, ‘এই সরকার গণমানুষ, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীবিরোধী। তাই সরকারের বিরুদ্ধাচারণ করলেই সেসব গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা সরকারের রোষাণলে পড়েন। এরই ধারবাহিকতায় চ্যানেল ওয়ান, দিগন্ত, ইসলামিক টেলিভিশন ও আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি টেলিভিশন ও পত্রিকাগুলো খুলে না দেওয়া হয় তবে আমরা লাগাতার কর্মসূচিতে যাবো। যতক্ষণ পর্যন্ত সরকারের পতন না ঘটে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।’

পুলিশ, বিডিআর দিয়ে সরকার নিজেকে রক্ষা করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে, আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে আপানারা নিজেকে শেষ রক্ষা করতে পারবেন না। জনগণই আপনাদের টেনে ক্ষমতা থেকে নামাবে।’

তিনি বলেন, ‘আগে আন্দোলন দমানোর জন্য পুলিশের সর্বশেষ চেষ্টা ছিল টিয়ারগ্যাস ছোঁড়া পর্যন্ত। কিন্তু এখন পুলিশ গুলি ছোঁড়ার মাধ্যমে তাদের অভিযান শুরু করে। এভাবে চলতে থাকলে দেশ একদিন গৃহযুদ্ধের দিকে যাবে।’

বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যম ও মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়ার পরবর্তী কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, ‘বৃহস্পতিবার ড. মিলন হত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’ ওই সমাবেশ থেকে পরবর্তীতে ও চূড়ান্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি ।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডিইউজে সভাপতি আবদুল হাই সিকদার, বিএফইউজে মহাসচিব শওকত মাহমুদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম কাগুজি, সাবেক সভাপতি এমএ আজিজ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ