সেনাবাহিনী মোতায়েনে বিতর্ক সৃষ্টি হবে না

সিনিয়র রিপরতার,এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ‘বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী নামালে কোনো বির্তকের সৃষ্টি হবে না।’ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সশস্ত্রবাহিনী নির্বাচন কমিশনকে সবধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কখন সেনাবাহিনী নামানো হবে এবং কতদিন নির্বাচনী মাঠে তারা অবস্থান করবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি।’

কবে নাগাদ এই সিদ্ধান্ত নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরবর্তীতে ডিসিদের সঙ্গে আরেকটি সভা হবে। ওই সভায় সিদ্ধান্ত হবে কবে নাগাদ সেনাবাহিনী নামানো হবে। অর্থাৎ ডিসিদের মিটিংয়ে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘একদিনে ৩০০ আসনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা পুলিশ, র‌্যাব, বিজিবির একার পক্ষে সম্ভব নয়। তাই আসন্ন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে।’ কমিশনার আরও বলেন, ‘শুধু সেনা নয়, বিমানবাহিনী ও নৌবাহিনী তাদের সহযোগিতা করবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ