সমঝোতার সময় ফুরিয়ে যাচ্ছে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে গেলেও রাজনৈতিক সমঝোতার ব্যাপারে কোনো অগ্রগতি হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক সমঝোতা চেয়েছি। এ নিয়ে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছি। তবে আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

জাতীয় পার্টির প্রার্থীতা প্রত্যাহারের ব্যাপারে সিইসি বলেন, এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট বিধি বিধান আছে। মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসাররা আমাদের প্রতিনিধি। তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন। মনোনয়নপত্র জমা এবং প্রত্যাহারের ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় পার্টি বর্জন করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে কিছু বলা যাবে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ