নির্বাচন বর্জনের ঘোষণা এরশাদের

husein muhammad ershad হুসেইন মুহাম্মদ এরশাদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আবার ডিগবাজি দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এবার নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিলেন সময়ের আলোচিত এ নেতা।

তিনি বলেন, ‘সব দল নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না।’

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

গত সোমবার ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। জাতীয় পার্টির নেতারা নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেব। আর তুলে নিয়েই আমি প্রমাণ করবো আমি প্রতিশ্রুতি রক্ষা করেছি।’

এরশাদ বলেন, ‘আমি আগেই বলেছিলাম সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হলে আমি নির্বাচনে যাব না। এখন পরিবেশ নেই বলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

তিনি বলেন, ‘অনেকে বলেন আমি সকালে এক কথা বলি, বিকেলে এক কথা বলি। কিন্তু কেন বলি আপনাদের সেটা বুঝতে হবে। আমাকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে।’

মন্ত্রিসভায় জাপার নেতাদের অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি আশা করছি তারা মন্ত্রিসভা থেকে চলে আসবেন। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

বেশ কিছু দিন ধরেই নির্বাচনে অংশ নেয়া, না নেয়া নিয়ে একেক সময় একেক রকম কথা বলে আসছেন সাবেক এ রাষ্ট্রপতি। ‘সব দল না এলে নির্বাচনে যাব না’, ‘নির্বাচনে গেলে মানুষ থুথু দেবে’, ‘আওয়ামী লীগের সংঙ্গে বেহেশতেও যাব না’ এরকম আরও কিছু বক্তব্য দেন তিনি। কিন্তু হঠাৎ করেই একদিন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। নির্বাচনকালীন সরকারে যোগ দেন তার দলের সাত নেতা।

এ নিয়ে দলের মধ্যেও ব্যাপক সমালোচিত হন তিনি। দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর সাংবাদিকদের জানান, টাকা খেয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এরশাদ। এরপর শুরু হয় বহিষ্কার-পাল্টা বহিস্কার পর্ব। অবশেষে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পরদিনই নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ