ক্ষমতাসীন দলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ যুক্তরাষ্ট্রের

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্ষমতাসীন দলকে কার্যকর পদক্ষেপ নিয়ে সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।

সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করে মঙ্গলবার দুপুরে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে  এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসময় উপস্থিত ছিলেন।

ড্যান ডব্লিউ মজিনা বলেন,আজকের আলোচনায় সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পায়। এছাড়াও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং বন্ধ থাকা দৈনিক আমার দেশ, ইসলামী ও দিগন্ত টেলিভিশনের বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ একটি নির্বাচন দেখতে চায়। সেই লক্ষে ক্ষমতাসীন দলকে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অর্থবহ নির্বাচন সম্ভব।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যেভাবে সারা দেশজুড়ে সহিংসতা হচ্ছে; তা গণতন্ত্রের ভাষা নয়। গনতন্ত্র ব্যাহত হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকা উচিৎ। বিরোধী দলকেও মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ