সংসদ নির্বাচনের রেকর্ডে এবারই সর্বনিম্ন প্রার্থী

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের ৩২ দিন বাকি থাকতেই সোমবার প্রধান বিরোধী দল বিএনপি ও ১৮ দলীয় জোটের অংশগ্রহণ ছাড়াই মনোনয়নপত্র দাখিলের সময়সূচি শেষ হলো। নির্বাচন কমিশন নিবন্ধিত ৪০ টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ১৫ টি দল নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছা প্রকাশ করে  মনোনয়ন দাখিল করেছে। এতে ১১০৭ জন সম্ভাব্য প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই তথ্য অনুযায়ী স্বাধীনতার পরে এখন পর্যন্ত এবারই সর্বনিম্ন মনোনয়নপত্র দাখিল হলো। ফলে সর্বনিম্ন প্রার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে আসন্ন সংসদ নির্বাচনে।

নির্বাচন কমিশন সচিবালয় হতে জানা যায়, চলতি মাসের ৫-৬ তারিখ মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহার ১৩ ডিসেম্বর। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করে নিলে এবং যাচাই-বাছাই পর্বে মনোনয়ন ফরমে কোনো অনিয়ম ধরা পড়লে নির্বাচন কমিশন তা বাতিল করবে। এতে শেষ পর্যন্ত প্রার্থীর সংখ্যা আরো কমে আসবে।

এদিকে সোমবার রাত সাড়ে ৯টায়  প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন আহমদ নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, দুই দলের রাজনৈতিক সমঝোতা হলে সবকিছুই সম্ভব। তার এই বক্তব্যে ধারণা করা যায় বিএনপি ইচ্ছা করলে  নির্বাচনে অংশ নিতে  পারবে। তবে বিষয়টি দুই দলের রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। সম্প্রতি উচ্চ আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করায় দলটি আর আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না।

কমিশন সচিবালয় তথ্যমতে, ৩০০ আসনের মধ্যে ৮টি আসনে ১ টি করে মনোনয়নয়নপত্র জমা পড়েছে। আসনগুলো হলো, চাঁদপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর, নোয়াখালী-২ মোর্শেদুল আলম, কিশোরগঞ্জ-৪ রেদোয়ান আহমেদ তৌফিক, লালমনিরহাট-২ মাহমুদ আলী, মৌলভীবাজার-৪ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, টাঙ্গাইল-৩ আমানুর রহমান খান রানা, যশোর-১ শেখ আফিল উদ্দিন। যাছাই-বাছাই শেষে এসব আসনের প্রার্থীরা মনোনয়নপত্রে বৈধতা পাওয়া গেলে এই ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

 

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন শাখা হতে জানা গেছে,  সোমবার বিকেল ৫ টার মধ্যে যেসব দল মনোনয়নপত্র দাখিল করেছে এর মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বিএনএফ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, খেলাফত মজলিশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণফ্রন্ট, জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

১৯৭৩ সালের নির্বাচনে ১৪ টি দল অংশগ্রহণ করেছিল। সেসময় প্রার্থী ছিলেন ১ হাজার ২০৭ জন। ১৯৭৯ সালের নির্বাচনে ২৯ দল অংশ গ্রহণ করেছিল। প্রার্থী ছিলেন ২ হাজার ১২৫ জন। ১৯৮৬ সালের নির্বাচনে ২৮ দল অংশগ্রহণ করেছিল। প্রার্থী ছিলেন ১ হাজার ৫২৭ জন।

১৯৮৮ সালের নির্বাচনে ৮ টি দল অংশগ্রহণ করেছিল। প্রার্থী ছিল ১ হাজার ১৯২ জন।১৯৯১ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল ৭৫ টি দল। প্রার্থী ছিল ২ হাজার ৭৮৭ জন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে ৩৮ টি দলের মোট ১ হাজার ৪৫০ জন নির্বাচনে অংশ নেয়। ওই বছর ১২ জুনের নির্বাচনে ৪২ টি  দল অংশ গ্রহণ করেছিল। প্রার্থী ছিল ২৫৭২ জন। ২০০১ সালের নির্বাচনে ৫৪ টি দল অংশ গ্রহণ করেছিল। প্রার্থী ছিলেন ১ হাজার ৯৩৫ জন। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে ৩৮ দল অংশ গ্রহণ করেছিল। তখন প্রার্থী হয়েছিল ১ হাজার ৫৬৭ জন।

এই পরিসংখ্যান অনুপাতে স্বাধীনতার ৪২ বছরে এবারই সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়ল। মনোনয়ন  যাচাই- বাছাই শেষে প্রার্থীর সংখ্যা আরো কমে আসবে।

তথ্য মতে ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন ১ হাজার ২০৯ জন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯১ জন প্রার্থিকে চূড়ান্ত করা হয়। এমনকি এবারের তুলনায় তখন মনোনয়নয়নপত্র দাখিলের সংখ্যা ছিল বেশি। যার তুলনায়  এবার কম। এবারের নির্বাচনে শেষ পর্যন্ত কত জন প্রার্থী অংশগ্রহণ করবে তা মনোনয়ন যাচাই-বাছাইয়েরে পড়ে চূড়ান্ত হলে বলা যাবে।

সূত্র মতে, প্রধান বিরোধী দল ছাড়া ১৯৯৬ সালের ১৫  ফেব্রুয়ারি নির্বাচনে ৩৮ টি দলের মোট ১ হাজার ৪৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এতে বিএনপি ৩০০ আসনে প্রার্থী ছিল। অন্য দলগুলোর ৬৯৩ জন ও স্বতন্ত্র হিসেবে ৪৫৭ জন প্রার্থী সেই সংসদ নির্বাচনে অংশ নেয়। ওই নির্বাচনে ৫ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ১৮২টি ভোটের মধ্যে ভোট পড়েছিল ১ কোটি ২২ লাখ ৭০ হাজার ৩১৭টি, যা মোট ভোটের ২৬ দশমিক ৫৪ শতাংশ। এতে বিএনপি ২৭৯ আসনে জয়ী হয়েছিল, যেখানে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া অন্য দলের ১ জন এবং ১০ জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ