গোয়েন্দা হেফাজতে খোকা

Sadek Hosen khokha সাদেক হোসেন খোকা abcnewsbd এবিসি নিউজ বিডিসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ১৫ ঘন্টা পর গ্রেফতার দেখিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব সদর দফতরের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান এবিসি নিউজ বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাদেক হোসেন খোকাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, শাহবাগ, মালিবাগ ও লক্ষ্মীবাজারে বাস-লেগুনায় আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার মামলাসহ হরতাল-অবরোধের বেশে কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হতে পারে।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে খোকাকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসার তিন তলার একটি কক্ষ থেকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকের র‌্যাব সদস্যরা।

আটকের বিষয়ে খোকার ব্যাক্তিগত সহকারী মনিরুল ইসলাম এবিসি নিউজ বিডিকে নিশ্চিত করলেও র‌্যাব ও পুলিশের কোনো কর্মকর্তা স্বীকার করেননি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ