কাদের মোল্লার পূণাঙ্গ রায় প্রকাশ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডই একমাত্র যথার্থ শাস্তি বলে রায় দিয়েছেন সুপ্রিমকোর্ট। তার অপরাধসমূহ এতোই পৈশাচিক যে, মৃত্যুদণ্ড ছাড়া কোনো সাজাই তার জন্য পর্যাপ্ত নয়। একমাত্র মৃত্যুদণ্ডই তার প্রাপ্য। তার অপরাধের ফলাফল সমস্ত জাতিকে অনন্তকাল বয়ে বেড়াতে হবে। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও তার অপরাধসমূহ নির্লজ্জ দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চের দেওয়া পূর্ণাঙ্গ রায়ের সংখ্যাগরিষ্ট বিচারপতি এ অভিমত প্রদান করেন। বৃহষ্পতিবার এ রায় প্রকাশ করা হয়।
গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি, বিচারপতি এস কে সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ফাঁসির পক্ষে এবং বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা ট্রাইবুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহালের রায় দেন।