আইন কমিশন চেয়ারম্যানের গলায় জুতা!

kushputtulika daho কুশপুত্তলিকা দাহ পুতুল পোড়ানোরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাবেক প্রধান বিচারপতি ও বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের ‘গলায়’ জুতার মালা পরিয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবীরা।

মিছিল শেষে তাতে কুশপুত্তলিকা দাহ করেছেন সুপ্রিম কোর্টের বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার দুপুরের দিকে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা সাবেক এই প্রধান বিচারপতির গলায় জুতার মালা পরানো ছবি সম্বলিত কুশপত্তলিকা নিয়ে মিছিল করেন।

দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলা থেকে তারা মিছিলটি বের করেন। মিছিলে উত্তেজিত আইনজীবীরা এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে কোর্টের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

পরে এবিএম খায়রুল হকের কুশপুত্তলিকা (পুতুল) আইনজীবী সমিতি ভবনের সামনে দাহ (পোড়ানো) করা হয়।

উল্লেখ্য ১৫তম সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন খায়রুল হক।

শ্লোগানে আইনজীবীরা বলেন, ‘খায়রুল হকের দুই গালে জুতা মারো তালে তালে’ ‘কালো মানিকের চামড়া, তুলে নেব আমরা’ ‘এই মুহুর্তে দরকার খালেদা জিয়ার সরকার’।

এ সময় খায়রুল হকের গলায় জুতা পরানো মালার নিচে লেখা ছিল ‘সারা দেশে আগুন জ্বালাইয়া দিছি’।

কেন খায়রুল হকের গলায় জুতা এমন প্রশ্নের জবাবে মিছিলকারী এক আইনজীবী বলেন, সাবেক এই বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া রায়ের কারণেই আজ সারা দেশে আগুন জ্বলছে। দিনের পর দিন মানুষ মরছে। এ সকল দায়ভার  খায়রুল হকসহ বর্তমান সরকারের।

তিনি বলেন,শেখ হাসিনার গোলামী করে আইন কমিশনের চেয়ারম্যান হওয়ার আশায় খায়রুল হক বিতর্কিত এ রায় দিয়েছেন খায়রুল।

মিছিলে নেতৃত্ব দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, বারের সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান,মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ শতাধিক আইনজীবী।

এদিকে, বৃহস্পতিবার অবরোধের মধ্যেও হাইকোর্টের একটি বেঞ্চ বিচারকার্য পরিচালনার জন্য বসলে ১৮ দলীয় জোটের আইনজীবীরা সেখানে গিয়ে দেখেন ওই বেঞ্চটির বিচার কার্য শেষ করে চলে গেছেন বিচারপতিরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ