জেলে গেলে আমি একা যাবো না

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেল আতঙ্কে ভুগছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘পরিস্থিতি যেভাবে চলছে তাতে মনে হচ্ছে ওরা আমাকে জেলে দেবে। তবে আমিও ছাড়ব না। জেলে গেলে আমি একা যাবো না, ৮-১০ জনকে নিয়েই যাব।’

শনিবার ভোর ৬টায় বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসা থেকে বের হওয়ার সময় নেতাকর্মীদের এসব কথা বলেন তিনি। এসময় নেতাকর্মীরা তাকে ঘিরে বসেন। দুই/একজন কেঁদে বলেন, স্যার আপনার কোনো ভয় নেই, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। ওরা নিতেও পারবে না কারণ জনগণ আপনাকে  আবার দেশের প্রধান হিসেবে দেখতে চায়।

তখন এরশাদ বলেন, কয়েকদিন আগে আমাকে রিকশাওয়ালারা ধরে বলেছে স্যার আপনি একা নির্বাচন করেন আপনাকে আমরা ভোট দেব। আপনার শাসনামলে যতো সুযোগ সুবিধা পেয়েছি আর কারো আমলে তা পাইনি। তাছাড়া শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে মুসল্লিরা আমাকে বলল, স্যার আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি এককভাবে নির্বাচন করেন আবার আপনি ক্ষমতায় আসবেন।

নেতাকর্মীরা দলের চেয়ারম্যানের কাছে দাবি করেন, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক, বাংলার জনগণ আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট। সুতরাং আপনি এ সিদ্ধান্তে অটল থাকবেন। আর জাপা কোনো জোট করবে না, এককভাবেই নির্বাচনে যাবে। বাংলার জনগণ জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়। কারণ আপনার নয় বছরের শাসনামলে দেশে যে উন্নয়ন হয়েছিল তা জনগণ ভোলেনি।

এরশাদ বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। মানুষ আজ আতঙ্কগ্রস্ত। এ জ্বালাও-পোড়াওয়ের মাঝে কোনো নির্বাচন হলে কেউ ভোটকেন্দ্রে ভোট দিতে আসতে পারবে না এবং কেউ ভোট দেবেও না। তাই আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে অটল থাকব।

এদিকে, একটি সূত্র জানিয়েছে-যেকোনো মুহূর্তে ঢাকা ত্যাগ করতে পারেন এইচ এম এরশাদ। এ মুহূর্তে গণমাধ্যম ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এড়ানোর জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সূত্র: আইআরআইবি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ