সিদ্ধান্তে অনড় এরশাদ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সব দলের অংশগ্রহণ ছাড়া জাপা নির্বাচনে যাবে না। বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই, আমি সিদ্ধান্তে অনড় আছি।’

শনিবার দুপুর ২টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এরশাদ বলেন, ‘মন্ত্রীরা শনিবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। তারা পদত্যাগ না করলেও কিছু যায় আসে না। সব দল ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে যাবে না।’

তিনি বলেন, ‘রওশন এরশাদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা বিভ্রান্তিমূলক। এসব বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই। আমি জীবিত থাকতে কাউকে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার প্রশ্নই আসে না।’

এর আগে শনিবার ভোরে সাংবাদিকদের কাছে আশঙ্কা প্রকাশ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পরিস্থিতি যেভাবে চলছে তাতে মনে হচ্ছে ওরা আমাকে জেলে দেবে। তবে আমিও ছাড়ব না। জেলে গেলে আমি একা না আরও ৮-১০ জনকে নিয়েই যাবো।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ