প্রধানমন্ত্রী পদত্যাগ করলে নিশ্চিহ্ন হবে আ’লীগ

dr. shahdin malik শাহদIন মালিক abcnewsbdসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী পদত্যাগ করলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মনে করছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসন সম্ভব। তবে এই মুহুর্তে প্রধামন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করলে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে।’

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এক আলোচনাসভা শেষে এবিসি নিউজ বিডিকে এ কথা বলেন তিনি।

ড. শাহদীন মালিক বলেন, ‘বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ, এটা আমার মত সবাই মনে করছেন। তবে বিষয়টি কিছুটা রাজনৈতিক অস্তিত্বের এবং ইগোর। প্রধানমন্ত্রীর ইগোটা হচ্ছে, তিনি মনে করছেন- তিনি পদত্যাগ করলে রাজনৈতিকভাবে তার পরাজয় ঘটবে।’

শাহদীন মালিক বলেন, ‘রাজনৈতিক অস্তিত্বের বিষয়টি হচ্ছে- এই মুহুর্তে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশের অন্যতম প্রধান এই দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে।’

‘বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে এই নির্বাচন কতটুকু গ্রহনযোগ্যতা পাবে’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারকে অনুধাবন করা উচিৎ, এটা কোন ধরণের নির্বাচন হতে যাচ্ছে? দেশে এতগুলো রাজনৈতিক দল থাকতে মাত্র সাড়ে ৮শ’ মনোনয়ন পত্র জমা পরবে কেন, কেনইবা ৩৩ জন প্রতিদ্বন্ধীতা ছাড়া নির্বাচিত হবেন।’

শাহদীন মালিক বলেন, ‘সুতরাং অনুধাবন করা যায়, যে নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকে না তার গ্রহণযোগ্যতার প্রশ্নই ওঠে না।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ