বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে নিজের অবস্থান সম্পর্কে অবহিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
নিজের বাসভবনে রোববার সকালে তারানকোর সঙ্গে বৈঠককালে এরশাদ জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তারিখ পিছিয়ে সব দলের অংশগ্রহণের ব্যবস্থা নিলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে বলেও তারানকোকে জানান তিনি।
বৈঠক শেষে বারিধারার প্রেসিডেন্ট পার্কে জাপা মহাসচিব রহুল আমিন হাওলাদার সাংবাদিকদের ব্রিফিং করেন।
রুহুল আমিন হাওলাদার জানান, তারা জাতিসংঘ দূতকে জানিয়েছেন-সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে যাবে না।
মন্ত্রীদের পদত্যাগ প্রসঙ্গে হাওলাদার জানান, আজই তারা পদত্যাগ করবেন।
সাংবাদিকদের ব্রিফিং শেষে হাওলাদার পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বলে জানা গেছে।
এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় রোববার সকাল সাড়ে ৯টায় আসেন তারানকোসহ জাতিসংঘের প্রতিনিধি দল। সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে এ বৈঠক শেষ হয়।