বৈঠক চলছে সিইসি- তারানকো
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারানকো।
সিইসির কক্ষে রোববার বেলা ১১টা ৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি নেইল ওয়াকার।
এর আগে, সকাল ১০টা ৫৫ মিনিটে শেরে বাংলা নগরে ইসি সচিবালয়ে পৌঁছেন তারানকো। তার সঙ্গে ইসিতে পৌঁছেন চার সদস্যের একটি প্রতিনিধি দল।
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থান বিষয়ে এ বৈঠকে আলোচনা চলছে বলে জানা গেছে।
এর আগে রোববার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে বৈঠক করেন তারনাকো। শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, রাতে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে বেঠক করেন তারানকো।
চার দিনের সফরে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তারানকো। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষে জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।