পদত্যাগপত্র জমা দিচ্ছেন জাতীয় পার্টির মন্ত্রীরা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগ করছেন জাতীয় পার্টির (জাপা) মন্ত্রীরা। রোববারই মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বাণিজ্যমন্ত্রী জিএম কাদের।
তারানকোর সঙ্গে রোববার পৌনে ১১টায় বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জিএম কাদের বলেন, আমরা আজকে আমাদের সদস্যদের মন্ত্রিসভা থেকে প্রত্যাহার (উইড্রো) করে নিচ্ছি। যদি সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং সব দল যদি সর্বদলীয় সরকারে আসে তখন জাতীয় পার্টি আবারও এতে যোগ দেবে।
এসময় জতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার একটি রেকর্ড ফাইল ওপরে তুলে ধরে সাংবাদিকদের বলেন, এ ফাইলে মন্ত্রীদের পদত্যগপত্র আছে। আমরা আজকেই এটা প্রধানমন্ত্রীর কাছে জমা দেব।
সবার পদত্যাগপত্র এখানে আছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুইজন এখনো পদত্যাগপত্র জমা দেননি। আশা করছি তারাও নির্ধারিত সময়ের মধ্যেই পদত্যাগপত্র জমা দেবেন।
পদত্যাগপত্র জমা না দেওয়া দুইজন হলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু।