নির্বাচন পেছাতে আপত্তি নেই
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচন পেছানোর বিষয়ে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন ভূমি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আমির হোসেন আমু।
রোবাবার দুপুরে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, ‘নির্বাচন পেছানোর বিষয়ে দায়িত্ব বা এখতিয়ার আওয়ামী লীগের নয়, এর এখতিয়ার নির্বাচন কমিশনের।’
তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে রাজনৈতিক ইস্যুতে সমঝোতা হলে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে কোনো সমঝোতা নয়। নির্বাচনে কে আসলো আর কে আসলো না তা দেখার বিষয় নয়। আওয়ামী লীগের সঙ্গে অনেক দল রয়েছে। তাদের নিয়েই নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। এখান দেখার বিষয় হলো জনগণের অংশগ্রহণ।’
আওয়ামীলীগের পক্ষ থেকে সমঝোতার প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল। তারা এ প্রস্তাব গ্রহণ না করে আন্দোলন করছে বলেও সাংবাদিকদের জানান তিনি।