তারানকোর পথ চেয়ে আছে ইসি

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচন কমিশন সমঝোতার দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।

তিনি জানান, চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সমঝোতার উদ্যোগ নিয়েছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।  ঢাকায় বিভিন্ন ফোরামের সঙ্গে সমঝোতা বিষয়ে আলোচনা চালাচ্ছেন তিনি। তাই সমঝোতার দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন।

সোমবার বিকেলে সাংবাদিকদের ব্রিফ করার সময় সিইসি তারানকোর আলোচনার ইঙ্গিত দিয়ে বলেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এসময় কমিশন থেকে কোন মন্তব্য করা ঠিক হবে না। তারানকো যে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন দেখা যাক শেষপর্যন্ত কী হয়।

তিনি ফের উল্লেখ করেন, সমঝোতার জন্য কমিশন অপেক্ষা  করছে। সমঝোতা নিয়ে চলমান আলোচনার শেষে কী হয় সেই পর্যন্ত অপেক্ষা করতে চায় নির্বাচন কমিশন।

মঙ্গলবার তারানকোর ঢাকা ছাড়ার কথা। তার আগে বিভিন্ন ফোরামের সঙ্গে তিনি যে আলোচনা চালিয়েছেন তা সাংবাদিকদের জানিয়ে যাবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ