আইনজীবীকে রিভিউ করতে বললেন কাদের মোল্লা

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আইনজীবীদের সুপ্রিম কোর্টে নিজের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে বললেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লা।

মঙ্গলবার সকালে ঢাকা সেন্ট্রাল জেলে নিজের আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সময়  রিভিউ আবেদন করার পক্ষে এ মত দেন কাদের মোল্লা।

কারাগার থেকে বেরিয়ে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘ সুপ্রিম কোর্টে রিভিউ ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে কথা হয়েছে। তিনি রিভিউ করতে বলেছেন।’

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া প্রসঙ্গে ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘জেল কোড অনুযায়ী মৃত্যু পরোয়ানা জারির পর ১৫ দিন পর্যন্ত সময় থাকে। ৮ তারিখে মৃত্যু পরোয়ানা ইস্যু হয়েছে, তাই ২৩ তারিখ পর্যন্ত সময় আছে। ২১ বা ২২ তারিখে তার সঙ্গে আবার দেখা করে প্রাণ ভিক্ষার আবেদনের বিষয়ে তার মতামত জানা হবে।’

এর আগে মঙ্গলবার সকাল সোয়া দশটার সময় নাজিমউদ্দিন রোডে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন কাদের মোল্লার আইনজীবীরা।

এ সময় আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, ‘সুপ্রিম কোর্ট থেকে রায় প্রকাশের পর তা কার্যকরের জন্য সরকার তড়িঘড়ি শুরু করেছে। আমরা রিভিউয়ের পাশাপাশি আইনি ব্যাপারগুলো সম্পর্কে কাদের মোল্লার মতামত জানতে তার কাছে এসেছি।’

আইনজীবী প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার নাজিব মোমেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ