বিদেশীদের কাছে নতি স্বীকার করবে না আ’লীগ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদেশীদের কাছে আওয়ামী লীগ নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, ‘বিদেশী বন্ধু এসেছেন, রাজনৈতিক সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাকে ধন্যবাদ। এদেশে একাত্তর সালে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। এদেশে একটি সংবিধান আছে। জনগণের ইচ্ছা অনুযায়ী, আকাঙ্খা অনুযায়ী এদেশ পরিচালিত হয়ে থাকে। আশা করি তিনি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সমঝোতা করার চেষ্টা করবেন। সংবিধানের বাইরে গিয়ে সমঝোতার চেষ্টা করলে আর যাই হোক কারও কাছে নতি স্বীকার করবে না আওয়ামী লীগ।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নাসিম।

নির্বাচন নিয়ে বিদেশীদের কাছ থেকে আওয়ামী লীগের ওপর কোনো চাপ আছে কি-না, সাংবাদিকরা জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের ওপর অন্য কারও চাপ নেই। তবে যথাসময়ে নির্বাচন করার জন্য জনগণের ও নেতাকর্মীদের চাপ রয়েছে। ’

জাতীয় পার্টি নির্বাচনে না এলে কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ আসুক কি, না আসুক, সেটা বড় কথা নয়। জনগণ আসল কি না, সেটাই বড় কথা। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে।’

প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে কোনো সমঝোতা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নই উঠে না। প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে কোনো নির্বাচন করার কথা আমাদের অতীতেও ছিল না। এই নির্বাচনে নেই। প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার প্রধান রয়েছেন। তার অধীনেই আগামী নির্বাচন যথাসময়ে হবে। বিরোধী দলের সঙ্গে সমঝোতা হতে হলে সাংবিধানিক কাঠামোর মধ্যেই থেকে আলাপ আলোচনা হতে পারে।

জামায়াতের সহকারী সেক্রটারি কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমরা বিশ্বাস করি, ট্রাইব্যুনালের রায়, আদালতের রায় যথাসময়ে কার্যকরের মাধ্যমে কাদের মোল্লার ফাঁসি হবে। এই বিজয় দিবসে আমরা আরেকটি বিজয় উদযাপন করতে পারব। ধীরে ধীর অন্য যুদ্ধাপরাধীদেরও বিচার সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহিংসতা প্রতিরোধে আমাদের নেতাকর্মীরা সব সময় মাঠে রয়েছে। সামনেও থাকবে।’

শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ