প্রধানমন্ত্রীকে বান কি মুনের ফোন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোনের পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বুধবার বিকেলে এ দু’নেতার মধ্যে ফোনালাপ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনার সঙ্গে বান কি মুন আলাপ করেছেন।

দু’নেতার মধ্যে বর্তমান সহিংসতা ও জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় বাস্তবায়ন স্থগিত হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলেও সূত্র জানায়।

যখন ঢাকায় অবস্থান করে দু’দলের মধ্যে সমঝোতার বিষয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আলোচনা করছেন সে মুহূর্তে বান কি মুনের এ ফোনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ