সীমান্ত সিল করে দিয়েছে ভারত

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাধারণ নির্বাচন ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে বাংলাদেশে ‘অস্থিতিশীল’ পরিস্থিতি তৈরি হওয়ায় সীমান্ত সিল করে দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গের পত্রিকা সংবাদ প্রতিদিন এ কথা জানায়।

বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনীল গোস্বামীর কাছ থেকে এ বিষয়ে তথ্য পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টেলিফোনে মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দোপাধ্যায়কে বাংলাদেশের সীমান্তবর্তী সমস্ত এলাকা সিল করার জন্য  নির্দেশ দেন।

মঙ্গলবার রাতে কাদের মোল্লার ফাঁসির কর্মসূচি ঘোষণা হওয়ার পরে অশান্ত বাংলাদেশ থেকে দলে দলে মানুষ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছেন৷ অসম, ত্রিপুরা ও মেঘালয়েও বেআইনিভাবে ঢুকছেন বাংলাদেশিরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে দেখা করে এমনই তথ্য জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে এমনই তথ্য পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই মুখ্যমন্ত্রী টেলিফোনে মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে  নির্দেশ দিয়েছেন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী সমস্ত এলাকা সিল করার জন্য৷ উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদহ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এলাকার সীমান্তকে পুরোপুরি সিল করার পাশাপাশি সতর্ক থাকার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রীর তলব পেয়ে বুধবার দিল্লিতে আসছেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব৷ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নজর রাখছে ভারতের বিদেশমন্ত্রকও৷ এদিকে, বুধবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৭৯ তম জন্মদিন৷ প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, মাস তিনেক ধরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে সাধারণ নির্বাচনকে ঘিরে৷ নির্বাচনকে ঘিরে দুই প্রধান রাজনৈতিক দলের কাজিয়ায় বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে৷ শেখ হাসিনা সরকার ক্ষমতায় থেকেই জোট করতে চাইছে৷ কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিরোধীরা হাসিনা সরকারের অপসারণ করিয়ে নির্দলীয় সরকারের অধীনে বোর্ড চাইছে৷ টানা বন্ধ, হরতালের জেরে অচলাবস্হা বাংলাদেশে৷ ভারত-বাংলাদেশ বাণিজ্যও ভেঙে পড়েছে৷ উল্টোদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মানুষ রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে৷ পরিস্থিতি ভয়াবহ দিকে এগোচ্ছে৷ মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লাকে মঙ্গলবার গভীর রাতেই ফাঁসি দেওয়ার কথা ছিল৷ একথা জানিয়েছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু৷ দেশজুড়ে সেনা মোতায়েন থেকে শুরু করে ফাঁসির যাবতীয় প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছিল৷ কিন্তু রাত পৌনে দশটা নাগাদ ঢাকা সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মাহমুদুল হাসান  সকাল দশটা পর্যন্ত ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দেন৷

এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই রাজ্যের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সিল করে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন৷ সীমান্ত লাগোয়া সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে যাতে কোনোভাবেই বেআইনি অনুপ্রবেশ না হতে পারে৷ বিএসএফ-এর সঙ্গে সমন্বয় রেখে চলেছে রাজ্য প্রশাসন৷

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ