পাঁচদিন পর আইজি প্রিজন পরিবর্তন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নতুন কারা মহাপরিদর্শক পদে (আইজি প্রিজন) নিয়োগ পেলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। তিনি পাঁচদিন আগে নিয়োগপ্রাপ্ত মাঈন উদ্দিন খন্দকারের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের উপসচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আইজি প্রিজনকে প্রেষণে নিয়োগ দেয়া হল। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইফতেখার উদ্দীন এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক পদে কর্মরত ছিলেন।
৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারা ও মাদক) মাঈন উদ্দিন খন্দকারকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছিল।
মাত্র পাঁচ দিনের মাথায় এ পদে একজন সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। ১৭ নভেম্বর আগে কারা মহাপরিদর্শক মো. আশরাফুল ইসলাম খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হলে পদটি শূন্য হয়।