টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব পোপ
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকা: বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বা পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ক্যাথলিক পোপ ফ্রান্সিস। বুধবার তাকে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করা হয়। স্বল্প সময়ে নিজের ক্যারিশমা কাজে লাগিয়ে ২ হাজার বছরের পুরনো চার্চের নিয়মে পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া সমকামী ভক্তদের পক্ষে অবস্থান নেয়ার মতো সাহসী কাজ করার হিম্মত দেখিয়েছেন প্রথম ল্যাটিন পোপ।
ফলে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে তাকে বাছাই করে নেয়া হয়েছে।
সেরা হওয়ার লড়াইয়ে মার্কিন গোপন তথ্য ফাঁস করা সিআইএর সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে পেছনে ফেলেছেন পোপ।
এছাড়া সমকামী অধিকার আন্দোলন কর্মী এডিথ উইনসর ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও ছিলেন সংক্ষিপ্ত বিশ্বসেরা ব্যক্তিত্বের তালিকায়। ১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করে আসছে টাইম ম্যাগাজিন।
টাইমের ব্যবস্থাপনা সম্পাদক ন্যান্সি গিবস বলেন, পোপ এমন একজন ব্যক্তিত্ব যিনি অসাধারন ক্ষমতাবলে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানটিতে পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।