কাদের মোল্লার রিভিউ আবেদনের শুনানি চলছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা: কড়া নিরাপত্তার মধ্যে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে শুনানির শুরুতেই কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক যুক্তি উপস্থাপন শুরু করেন।
সর্বোচ্চ আদালতের ফাঁসির রায় পুনর্বিবেচনায় (রিভিউ) কাদের মোল্লার আবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নে আবারো বসলো আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। প্রধান বিচারপতির নেতৃত্বে এই বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি ৩ নম্বরে রাখা হয়েছিল।
এদিকে, সকাল থেকেই সুপ্রিমকোর্ট এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আদালতে প্রবেশের প্রতিটি ফটকেই পুলিশ ও র্যাব সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। আদালত প্রাঙ্গণের ভেতরেও উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সদস্যকে দেখা গেছে।
সকাল থেকে সবাইকে তল্লাশি করে আদালত প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে। শুনানির প্রথম দিন বুধবারও নিরাপত্তার এতোটা কড়াকড়ি ছিল না।
প্রসঙ্গত, চেম্বার জজের আদেশে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ার পর বুধবার কাদের মোল্লার রিভিউ আবেদনের বিষয়ে শুনানি শুরু হয়। পরবর্তী আদেশ না দে্ওয়া পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল থাকছে বলেও সুপ্রিমকোর্টের আপিল বিভাগ জানান।
এদিকে, শীতকালীন অবকাশের আগে বৃহস্পতিবারই আপিল বিভাগের শেষ কার্যদিবস। এর মধ্যেই বিষয়টি নিস্পত্তি না হলে রায় কার্যকরের বিষয়টি আগামী বছর পর্যন্ত ঝুলে যেতে পারে বলে আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।