রোববার জামায়াতের হরতাল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী ১৫ ডিসেম্বর রোববার হরতাল ঘোষণা করেছে জামায়াতে ইসলাম। বৃহস্পতিবার রাতে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই কর্মসুচির ঘোষণা করেন।
হরতাল ছাড়াও জামায়াত আরো বেশকিছু কর্মসূচি দিয়েছে। এর মধ্যে রয়েছে- ১৩ ডিসেম্বর দেশের সব মহানগরী, জেলা, উপজেলায় গায়েবানা জানাজা। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে কাদের মোল্লাসহ সব শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা।
বিজ্ঞপ্তিতে মকবুল আহমাদ বলেন, ‘বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের আহ্বান অগ্রাহ্য করে সরকার সুপরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে আব্দুল কাদের মোল্লাকে নৃশংসভাবে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার কাদের মোল্লাকে হত্যা করে নিজেদের রাজনৈতিক মৃত্যু ডেকে এনেছে। তাদের ধ্বংস অনিবার্য। তাদের করুণ পরিণতি দেশবাসী শিঘ্রই প্রত্যক্ষ করবে।’