আ’লীগ ও বিএনপির প্রস্তাব বিনিময়

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের ধারাবাহিকতায় তৃতীয় দফা বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা প্রস্তাব বিনিময় করেছেন।

শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগ ও বিএনপির র্শীষ পর্যায়ের নেতারা বৈঠকে বসেন। গুলশান-২ এর ১১০ নম্বর রোডে ১০ নম্বর ইউএনডিপি প্রজেক্ট অফিসে টানা দু’ঘণ্টা ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বের হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই দলের মধ্যে প্রস্তাব বিনিময় হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি। বিএনপি তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রস্তাব দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে প্রস্তাব বিনিময় হয়েছে। উভয় পক্ষ এই প্রস্তাব নিয়ে আলোচনা করবে। শিগগিরই তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন।

তৃতীয় দফা এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত কো-অর্ডিনেটর নীল ওয়াকার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমদ ও ড. গওহর রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

জাতিসংঘের মহাসচিবের বিশেষদূত অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় এর আগে দু’দফা বৈঠক করেন দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ