দাম্ভিকতা ধরে রাখতেই একতরফা নির্বাচন

mosharraf মোশাররফ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জনমতকে উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘কেবল নিজেদের দাম্ভিকতা ধরে রাখতেই তারা এটা করছে।’

শনিবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২৮ জন প্রার্থী নির্বাচিত হওয়ার ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হবে। এটা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা।’

কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর বিএনপির নীরব ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ