সরকারের আত্মসমর্পণের মঞ্চ প্রস্তুত

khondokar mahbub hosen খন্দকার মাহবুব হোসেনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আমরা গণআন্দোলনের শেষ পর্যায়ের এসে পৌঁছেছি। সরকারের আত্মসমর্পণের মঞ্চ প্রস্তুত আছে। একাত্তরের পাকিস্তানিদের মত যেকোনো সময় সরকার এই মঞ্চে আত্মসমর্পন করবে।’

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতা ফোরাম এই আলাচনা সভার আয়োজন করে।

খালেদা জিয়া প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, ‘বেগম খালেদা জিয়া ধৈর্য পরীক্ষা দিয়েছেন। দেশের গণতন্ত্র ও অর্থনীতি রক্ষার জন্য তিনি ধৈর্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু তার ধৈর্যের একটি সীমা আছে। যেদিন এই সীমা অতিক্রম করবে সেদিন তিনি রাজপথে নেমে আসবেন এবং দেশ কাপিয়ে তুলবেন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর গদিটা লোভনীয়। আপনি এই গদি ছেড়ে দিলে আপনার কী অবস্থা হবে তা আপনি এবং আপনার আশেপাশের অবস্থানকারীরা ভালোভাবেই জানেন। কিন্তু সেই অবস্থার দায়িত্ব একমাত্র আপনাকেই নিতে হবে। অতীতেও বাকশাল গঠনের কারণে আপনার পরিবারকে খেসারত দিতে হয়েছে। আজ যদি আবারও দলগতভাবে কেউ নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে আপনার দলই নিশ্চিহ্ন হয়ে যাবে। আর উষ্কানীদাতারা তখন আপনার সঙ্গে থাকবে না।’

খন্দকার মাহবুব বলেন, ‘আপনি যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অনেক কথা বলেন, আপনার কী এজন্য লজ্জা করে না? আপনারাই তো যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছিলেন, দালাল আইন (কোলাবরেটর অ্যাক্ট) বন্ধ করেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি হবার জন্য এবং বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তাদের সঙ্গে আন্দোলন করেছেন। কিন্তু আজ আপনারই জামায়াতের কথা শুনলে গায়ে আগুন জ্বলে। কেননা তারা ১৮ দলে আমাদের সঙ্গে রাজনীতি করছে।’

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধাপরীদের বিচার মানুষ চায়, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার হত্যা চায় না। এমন বিচার করবেন না, যে বিচারের জন্য আবরও বিচার হতে পারে। এই বিচার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে না এবং দেশের মানুষও গ্রহণ করছে না।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খন্দকার মাহবুব বলেন, ‘সময় এসেছে, আসুন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি। সরকারের পতন নিশ্চিত। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বেড়া ছেদ করে বেরিয়ে আসতে হবে।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা অসুস্থ হলে দয়া করে র‌্যাবকে খবর দেবেন। তারা আপনাদের গাড়িতে করে সিএমএইচ’এ নিয়ে যাবে। কারণ এখন কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স লাগে না, র‌্যাবই যথেষ্ঠ।’

সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সংগঠনের  সহ-সভাপতি এম. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ