নারায়ণগঞ্জে পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা, গাড়ি ভাংচুর

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেলার চাষাঢ়ায় পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা মেরেছে শিবির কর্মীরা। এসময় ১০টি যানবাহন ভাঙচুর করে তারা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার বেলা ৩টায় নগরীর চাষাঢ়া রেললাইন থেকে হঠাৎ প্রায় ৫০ জনের একটি ঝটিকা মিছিল বের হয় শিবির কর্মীদের। মিছিল থেকে প্রায় ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ ফাঁড়িতে আক্রমণ করতে গিয়ে গেট বন্ধ পেয়ে পরপর তিনটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে তারা। বোমা বিস্ফোরণে আগুন ধরে যায় পুলিশ ফাঁড়িতে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে শিবিরকর্মীদের। পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পালিয়ে যাবার সময় চার শিবির কর্মীকে আটক করে পুলিশ। পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ