বিজয় দিবসে আ’লীগের দিনব্যাপী কর্মসূচি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এদিন সূর্যোদয় ক্ষণে ৬টা ৪৪ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এর আগে সকাল ৬ টা ৪০মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবে দলটি।
সকাল ৮টা ৫ মিনিটে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
সকাল ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।
এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ সকল থানা শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সদস্যরা নিজ এলাকা থেকে বিজয় র্যালী নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হবেন এবং শিখা চিরন্তনে বিকেল ৪টা ২০ মিনিটে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাবেন।