কোম্পানীগঞ্জে পুলিশ-শিবির সংঘর্ষে নিহত ৩
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ-শিবির সংঘর্ষে শিবিরের তিন কর্মী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে জামায়াতের দাবি পুলিশের গুলিতে তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সোয়া ৩টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা বসুরহাট মডেল উচ্চবিদ্যালয়ের পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সার্ভার স্টেশনের কাছে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষই গুলি ছুড়লে পুলিশের দুজন কনস্টেবলসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ সময় তিনজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বসুরহাট পৌরসভার জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন অভিযোগ করেন, ওই সংঘর্ষে পুলিশের গুলিতে এখন পর্যন্ত তাঁদের পাঁচজন কর্মী নিহত হয়েছেন। ওই পাঁচজনের মধ্যে মতিউর রহমান, সাইফুল ইসলাম, রফিক ও রায়হান নামের চার কর্মী আছেন।