পাটগ্রামে পুলিশের গুলিতে শিবির সভাপতিসহ নিহত ২
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, লালমনিরহাটঃ জেলার পাটগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে শিবির সভাপতিসহ দুই জন নিহত হয়েছেন।
রোববার জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাফির বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম(২৫) ও শিবিরকর্মী আব্দুর রহিম(২২)।
এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।
পাটগ্রাম থানার সহকারী উপ পরিদর্শক(এএসআই) আশরাফুল আলম জানান, সকালে একটি ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ করে জামায়াত শিবিরকর্মীরা। এতে বাধা দেয়ায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছুড়ে পিকেটাররা। জবাবে পুলিশও রাবার বুলেট, টিয়ারশেল ও গুলি ছোড়ে। এতে আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হন। শিবির সভাপতি গুলিবিদ্ধ হয়ে পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন জানান, দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তারা মারা গেছে কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।