শনিবার থেকে ফের চারদিনের অবরোধ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শনিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ফের অবরোধের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
খৃস্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে ১৮ দলীয় জোট তাদের আন্দোলন কর্মসূচিতে কিছুটা পরির্বতন করে আগামী ২১ ডিসেম্বর শনিবার সকাল ৬টা থেকে ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত রেল, সড়ক ও নৌপথ টানা ৮১ ঘণ্টার অবরোধের ডাক দেয়।
তবে ২১ ডিসেম্বর জাতীয় টিকাদান কর্মসূচি থাকায় ওইদিন ওই কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকাণ্ড এই অবরোধের আওতামুক্ত থাকবে। এছাড়া বরাবরের মতো অবরোধের আওতামুক্ত থাকবে সংবাদ মাধ্যমের গাড়ি, অ্যামবুলেন্স, খাবারের দোকান, ওষুধ পরিবহনে ব্যবহৃত গাড়ি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসদুল করিম শাহীন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।