নির্বাচন সম্পর্কে যুক্তরাষ্ট্রকে কোনো ব্যাখ্যা দেবে না বাংলাদেশ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ব্যাখ্যা দেবে না বাংলাদেশ।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা গত মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে আসন্ন নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বিষয়টিতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র এই নির্বাচন সম্পর্কে বাংলাদেশের ব্যাখ্যা জানতে চেয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘যুক্তরাষ্ট্রকে নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশ কোনো ব্যাখ্যা দেবে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, নির্বাচন প্রসঙ্গে কোনো ব্যাখ্যা দিতে হলে দেবে নির্বাচন কমিশন। সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো তথ্য বা ব্যাখ্যা দেবে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ