পাকিস্তানে বাংলাদেশী হাইকমিশনে হামলার হুমকি তালেবানের

tehrik e taleban তেহরিক ই তালেবানরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায় ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান( টিটিপি )।

বৃহস্পতিবার পাকিস্তানের দ্য ন্যাশন পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে।

এই খবর প্রকাশ হওয়ার পর পাকিস্তানে বাংলাদেশী হাইকমিশনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশী হাইকমিশনারের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সূত্র জানায়, আইন প্রয়োগকারী সংস্থা থেকে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সম্পর্কিত একটি রিপোর্ট দেয়া হয়।

তালেবানদের এক বার্তায় বলা হয়, কাদের মোল্লার মৃত্যুতে আমরা ভিষণভাবে মর্মাহত এবং বাংলাদেশী হাইকমিশনে আক্রমণের পরিকল্পনায় দৃঢ় প্রতিজ্ঞ।

ইসলামাবাদের এক জনবহুল এলাকায় বাংলাদেশী হাইকমিশন অবস্থিত।

এ প্রসঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা জানান, বাংলাদেশী হাইকমিশন রক্ষায় আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। এর নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, বড়দিনের ছুটি থাকায় আমরা পুলিশি টহল আরও বাড়িয়ে দিয়েছি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ