জারজ সরকারের প্রধান হবেন হাসিনা

mahmudur rahman press মাহমুদুর রহমান প্রেসসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী ৫ জানুয়ারি নির্বাচন হলে জারজ সরকার গঠন হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সরকারের প্রধান হবেন বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ৫ জানুয়ারি নির্বাচন হতে দেওয়া হবে না। তবে নির্বাচন যদিও হয় এবং মহাজোট যদি সরকার গঠন করে, আর সে সরকারের প্রধানমন্ত্রীত্ব আপনি গ্রহণ করেন তাহলে আপনি হবেন জারজ সরকারের প্রধানমন্ত্রী।’

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘কারারুদ্ধ মাহমুদুর রহমান, অবরুদ্ধ বাংলাদেশ, কোন পথে উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এই আলোচনা সভার আয়োজন করে।

সরকারকে উদ্দেশ্য করে শামসুজ্জমান দুদু বলেন, ‘আগামী ৫ জানুয়ারি আপনারা নির্বাচন করতে চাচ্ছেন। বিয়ে না করে সন্তান জন্ম দিলে সেই সন্তান যেমন জারজ সন্তান হিসেবে স্বীকৃতি লাভ করে, তেমনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৪ জন এমপিদের নিয়ে সরকার গঠন করলে আপনাদের সেই সরকার হবে জারজ সরকার।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখনও সময় আছে একগুয়েমি ছেড়ে দিয়ে তামাশার নির্বাচন বন্ধ করুন। দেশ আর সংঘাতের দিকে ঢেলে দিবেন না, কারণ আপনার পদত্যাগে একটি ছেলে স্কুলে যেতে পরবে, একজন ব্যবসায়ী ব্যবসা করতে পারবে, অন্যথায় দেশ অন্ধকারে ধাবিত হবে।’

তিনি বলেন, সরকার মাহমুদুর রহমানকে নির্যাতন করতে পারে কিন্তু তার আদর্শ ও চিন্তাকে ধ্বংস করতে করতে পারবে না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, ‘আপনি জনগণকে নিয়ে অনেক খেলা করেছেন। এখন আপনার খেলার সময় শেষ। কারণ বেগম খালেদা জিয়া জনগণকে নিয়ে রাজপথে আপনার পতনের আন্দোলনের নামবেন। তখন আপনি পালানোর পথ খুঁজে পাবেন না।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আজ ছাত্রদল, যুবদল রাজপথে নামলেই আপনারা গুলি করেন, ধরে নিয়ে যান। কয়েক দিন পর বেগম জিয়ার নেতৃত্বে লাখো জনগতা রাজপথে নামবে, তখন দেখা যাবে আপনারা কত গুলি চালাতে পারেন।’

সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব আ ন হ আখতার হোসেন পিইঞ্জের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদালন আহমেদ, বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, শিক্ষক-কর্মচারি ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ