সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে
মনির হোসেন মিন্টু, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একথা বলেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, একপেশে প্রহসনের নির্বাচনে সশস্ত্র বাহিনী নিয়োগে তারা বিস্মিত হয়েছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সশস্ত্র বাহিনীকেও জনগণের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা মনে করি ভোটারবিহীন এই নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ অপ্রয়োজনীয়। তারা যা করতে চায় সেজন্য সেনাবাহিনীকে ব্যবহার করা উচিত হচ্ছে না।’