পর্যবেক্ষক নিয়ে ইসি চিন্তিত নয়
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নশীল দেশগুলো পর্যবেক্ষক প্রেরণে অনিহা প্রকাশ করায় কমিশন চিন্তিত নয়।
সোমবার অফিস শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়টি মিডিয়া দেখবে এবং তারাই তুলে ধরবে।
একে একে সব উন্নয়নশীল রাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলো চলে যাচ্ছে এবং দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কোনো প্রতিনিধি দল পাঠাবে না এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা এই বিষয়ে প্রশ্ন করলে কাজী রকিব বলেন, নির্বাচন কমিশন তাদের দাওয়াত দিয়েছে। এখন আসা না আসা প্রতিনিধিগুলোর বিষয়। প্রত্যেক রাষ্ট্রেরই কিছু নীতি আছে। আর এই নীতি মেনেই তারা নির্বাচন পর্যবেক্ষণে আসে। আবার একই কারণে না আাসার সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রার্থীদের হলফনামার তথ্য আগামীতে ইসি প্রকাশ করবে কিনা এই বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, হলফনামায় দেওয়া প্রার্থীদের তথ্য প্রকাশ করা নতুন কিছু নয়। ২০০৮ সাল থেকেই হলফ নামার তথ্য প্রকাশ করা হচ্ছে।
আগামীতে প্রকাশ করা হবে কিনা এই বিষয়ে আইন কানুন দেখে পরে ব্যবস্থা নেওয়া হবে।