‘শুনতে কি পাও!’ ফ্রান্সের আন্তর্জাতিক প্রতিযোগিতায়
সম্প্রতি এশিয়ান ফোরাম ফর ডকুমেন্টারির ১০ম আসর উদ্বোধন করে এসেছে ‘শুনতে কি পাও!’
এর আগে বিশ্বের বৃহত্তম প্রামাণ্য আসরে চারটি প্রদর্শনী, এবং প্রাচীনতম প্রামাণ্য আসরের উদ্বোধনী ছবি হিসাবে বিরল সম্মান অর্জন করেছে ‘শুনতে কি পাও!’ সিনেমাটি। বারবার বিদেশে প্রদর্শিত হওয়া সত্বেও দেশীয় দর্শকরা চলচ্চিত্রটি দেখতে পাচ্ছেন না, এ বিষয়ে পরিচালক কামার আহমাদ সাইমন গ্লিটজকে বলেন, ‘এই উৎসবগুলোতে চলচ্চিত্রটি যাচ্ছে তাদের আমন্ত্রণে, আর আমাদের এখানে দেখানোর জন্য আমরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। চলচ্চিত্রটি সেন্সর করতেই আমাদের অনেকটা সময় লেগে গেছে। এর কিছু বিষয়ে তাদের ঘোর আপত্তি ছিলো, অন্যদিকে কোন অংশের পরিবর্তনে আমি রাজী ছিলাম না। তাই অনেকটা সময় ব্যয় করে হলেও আমি তাদেরকে বোঝাতে সক্ষম হই এবং পরবর্তীতে বিনা কর্তনেই ছাড়পত্র পায় এটি।’