নাটোরে সংঘর্ষে আহত ১৪, ট্রেনে পেট্রোলবোমা

train on fire ট্রেন আগুনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, নাটোরঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা ৪৮ ঘণ্টা হরতাল চলাকালে নাটোর রেলস্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে পেট্রোলবোমা হামলা ও ভাঙচুর করেছে হরতাল-সমর্থকরা। এতে ট্রেনের অন্তত নয়জন যাত্রী আহত হয়েছেন।

এছাড়া একই সময় স্টেশনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নাটোর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শনিবার সকাল ৯টা ২৮ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছায়। এ সময় যাত্রীবেশে কয়েকজন হরতাল-সমর্থক আচমকা ট্রেনটির গার্ডরুমে পেট্রল বোমার বিস্ফোরণ ঘটালে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। ট্রেনের নিরাপত্তা রক্ষীরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় রেলের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

একই সময় আরও বেশ কয়েকজন হরতাল-সমর্থক ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ব্যাপক ভাঙচুর চালায়। এতে ওই বগির জানালা-দরজার কাচ ভেঙে যায়। এ ঘটনায় ট্রেনের ৯ জন যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়।

এ ঘটনার পর রেলস্টেশন এলাকায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে সংঘর্ষে জেলা যুবদলের সভাপতি আফতাব হোসেনসহ পাঁচজন আহত হন।

স্টেশন মাস্টার অশোক কুমার জানান, হরতাল-সমর্থকরা ট্রেনের যাত্রীদের মধ্যে লুকিয়ে থাকায় নিরাপত্তাকর্মীরা তাদের শনাক্ত করতে পারেনি। তবে খুব অল্প সময়ের মধ্যে তারা নাশকতা ঘটিয়ে পালিয়ে যায় বলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ