নির্বাচন বর্জনের আহ্বান এরশাদের

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির নেতাকর্মীদের ১০ম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের পর এবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন এ দাবি করেন।

গণমাধ্যমে শনিবার পাঠানো এক বার্তায় মিলন দাবি করেন, এরশাদ বিশেষ বার্তায় তাকে নির্বাচন বর্জনের সংবাদ গণমাধ্যমে পাঠাতে বলেছেন।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বন্দী রেখে এ দেশে যে নির্বাচন হবে, তাতে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী অংশগ্রহণ করবে না। এরশাদ এখনও নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে অনড় রয়েছেন।

সাইফুদ্দিন আহমেদ বলেন, তাই আমরাও নির্বাচনে অংশগ্রহণ করব না। তিনি অবিলম্বে এরশাদের মুক্তির দাবি জানান।

এদিকে মতিঝিল জাতীয় পার্টির যৌথ সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেছেন, একতরফা নির্বাচন দেশে সংঘাত বাড়াবে। গণতান্ত্রিক রাজনীতি ও জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করলে সংঘাত এমনিতেই অনিবার্য হয়ে পড়ে। বিরোধী দল ও এরশাদবিহীন এই নির্বাচনে ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে এই নির্বাচন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ