ঢাকা ৬: সব আছে ভোটার নেই

Voteplace ভোটকেন্দ্র ঢাকা ৬সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চলছে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ভোট গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে। রয়েছে পোলিং অ্যাজেন্ট, প্রিজাইডিং অফিসার, প্রার্থীদের প্রতিনিধি এবং ভোট গ্রহণের সব ধরনের সরঞ্জাম। সবই আছে তবে নেই ভোটার।

সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোন ধরনের বিরতি ছাড়া চলবে বিকাল চারটা পর্যন্ত।

রোববার ঢাকা-৬ আসনের সায়দাবাদ, গোপীবাগ, আরকে মিশন রোড, ইত্তেফাক মোড়, রাজধানী সুপার মার্কেট এলাকা, ওয়ারিসহ বিভিন্ন ভোট কেন্দ্রে সরেজমিনে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

যাদের জন্য সরকার এবং নির্বাচন কমিশনের এত প্রস্তুতি সেই ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। তবে সরকার সমর্থকদের দাবি দিনের আরও পরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে।

মিতালী বিদ্যাপিঠ ভোট কেন্দ্রে ৯টা ৪৫মিনিটে গিয়ে দেখা যায় ভোটারের কোনো লাইন নেই। এমনকি ওই কেন্দ্রে লাইন দেওয়ার জন্য নেই কোন প্রস্তুতি। শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় কেন্দ্রেও একই চিত্র চোখে পড়ে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, আমাদের অলস সময় কাটছে। ভোটারদের তেমন কোন উপস্থিতি দেখা যাচ্ছে না।

নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, এখনো পর্যন্ত কোন ধরনের অপ্রিতীকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ