মাহবুব-মিলন রিমান্ডে, সেলিমা কারাগারে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও দলের নেতা ফজলুল হক মিলনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বুধবার বিকেলে ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

এ সময় সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন ও ফজলুল হক মিলনকে আদালতে হাজির করা হয়।

এর আগে বিএনপির এই তিন নেতার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

তাদের বিরুদ্ধে গত ৪ জানুয়ারি রমনা জোনের উপ-কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, হত্যার চেষ্টা ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় অজ্ঞাত আসামিরা এ ঘটনা ঘটিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা হলেন ঠাকুরদাস মালো।

প্রসঙ্গত, বিএনপির ভাইস চেয়ারপারসন সেলিমা রহমানকে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ি থেকে আটক করা হয়।

একই দিনে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি আলোচনা অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় আটক করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুবকে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলনকে একইদিন দুপুরের পর বারিধারায় জয়নুল আবদিন ফারুকের ব্যবসায়িক কার্যালয় থেকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

মিলনের সঙ্গে বিএনপির সংসদ সদস্য নাজিমউদ্দিন আহমেদকে আটক করা হলেও রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ