শপথ নিতে এরশাদের ওপর চাপ আছে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ওপর চাপ দিচ্ছে সরকার। দুর্নীতির মামলায় তাকে সাজা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এবিসি নিউজ বিডির  সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বুধবার বিকেলে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন মন্ত্রিসভার অংশ না নেওয়া জিএম কাদের জানান, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান তার বড় ভাই এইচ এম এরশাদকে চাপে রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে তাকে নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তার (এরশাদের) বিরুদ্ধে চলমান পুরনো মামলার বিষয়ও উত্থাপন করা হচ্ছে। কখনো পারিবারিক অথবা কখনও অর্থনৈতিক চাপও দেওয়া হচ্ছে।

জিএম কাদের বলেন, আমার জানা মতে জাতীয় পার্টির চেয়ারম্যান সদ্যসমাপ্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি। আর সে কারণেই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না।

জাতীয় পার্টির  প্রেসিডিয়ামের এই সদস্য আরো জানান, প্রায় ১০ দিন ধরে তিনি তার বড় ভাইয়ের (এরশাদ) সঙ্গে দেখা করতে পারেননি। সিএমএইচে গিয়ে তার সঙ্গে দেখা না করে ফিরে আসতে হয়েছে। নিরাপত্তার কথা বলে দেখা করতে দেওয়া হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ