শপথ নেননি এরশাদ

ershad এরশাদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিরা বৃহস্পতিবার শপথ নিলেও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শপথ নেননি। তবে তার দলের অন্য সংসদ সদস্যরা যথারীতি শপথ নিয়েছেন।

জাতীয় পার্টির একটি সূত্র জানায়, ‘চিকিৎসা’র জন্য সিএমএইচে থাকা এরশাদ আগামী দুই দিনের মধ্যে শপথ নিতে পারেন। তবে সরকারের সঙ্গে বনিবনা না হলে তিনি শপথ গ্রহণ থেকে বিরত থাকতে পারেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

সকাল ১০টা ২০ মিনিটে প্রথমে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এরপর বেলা সোয়া ১১টায় জাপার নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। এরপর অন্য দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ