বাংলাদেশী আইডলে ঢাকার অডিশন ২৫ মার্চ

bangladeshi Idol 2013 (2)

বাংলাদেশী আইডল কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা জোনের অডিশন অনুষ্ঠিত হবে ২৫মার্চ  থেকে ৩০ মার্চ। সকল প্রতিযোগীকে নির্দিষ্ট দিন সকাল ৮ টার মধ্যে উপস্থিত থাকতে বলা হচ্ছে। এ জোনের ভেন্যু সরকারি শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা।

তারা আরো জানিয়েছে, অডিশন ভেন্যুতে রেজিস্ট্রেশনকারীদের বয়সের প্রমাণপত্র হিসেবে জন্মনিবন্ধনপত্র, পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিক পরীক্ষার সনদপত্রের যে কোনো একটি সঙ্গে আনতে হবে।

২৬ ফেব্রুয়ারি, চট্টগ্রাম জোনের অডিশন দিয়ে শুরু হয় বাংলাদেশী আইডলের অডিশন যাত্রা। পর্যায়ক্রমে রাঙামাটি, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশালের ভেন্যুতেও রেজিস্ট্রেশনের ভিত্তিতে অডিশন নেওয়া হয়।

এদিক এই রিয়েলিটি শোয়ের আয়োজকরা জানিয়েছেন , শনিবার রাঙামাটি, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল ঘুরে অডিশন চলছে সিলেটে। জানা গেছে, সকাল ৯টা থেকে শুরু হয়েছে সিলেট জোনের অডিশন।

২৫ মার্চ থেকে বাংলাদেশী আইডলের ঢাকা জোনের অডিশন শুরু হচ্ছে। সংগীত বিষয়ক এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে আছেন ফেরদৌসী রহমান, অ্যান্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু, মেহরিন। এটি প্রচারিত হবে এসএ টিভিতে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ