শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত

sheikh shekh hasina শেখ হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দশম জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত করেছেন আওয়ামী লীগের সাংসদরা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান শেখ হাসিনাই হচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী।

দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী আওয়ামী লীগের সংসদীয় দলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হচ্ছে। এর পরই সরকার গঠনের জন্য আওয়ামী লীগকে আনুষ্ঠানিক আহ্বান জানাবেন রাষ্ট্রপতি।

এর আগে, বেলা ১১টা ১৫ মিনিটে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

দশম সংসদের ৩০০ আসনের মধ্যে আটটি আসনের ফল স্থগিত আছে। বাকি ২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩০, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, জাতীয় পার্টি-জেপি এক, তরীকত ফেডারেশন এক, বিএনএফ এক এবং স্বতন্ত্র ১৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ