ভোটারদের প্রকৃত ইচ্ছায় নির্বাচিত সরকারের পাশে থাকবে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভোটারদের প্রকৃত ইচ্ছার ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশের যে কোনো সরকারকে সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও গণমাধ্যম বিভাগের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৫ জানুযারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে- প্রধান বিরোধী শক্তি ওই নির্বাচন বয়কট করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, যে সরকার দেশের ভোটারদের প্রকৃত ইচ্ছায় নির্বাচিত হবে রাশিয়া বাংলাদেশের এমন সরকারের সঙ্গে গঠনমূলক অংশিদারিত্বপূর্ণ যে কোনো সহযোগিতা দিতে প্রস্তত রয়েছে, একই সঙ্গে দেশটি আশা করে বন্ধুপ্রতীম বাংলাদেশের কর্তৃপক্ষ ও বিরোধী দল কেউই সাংবিধানের সীমানার বাইরে যাবে না। তারা অভ্যন্তরীন রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উদ্যোগী হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সুদৃঢ় করবে।