আসছে এইচটিসি ওয়ানঃ এপ্রিলের শেষে

imaghtces
তাইওয়ানের স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইস নির্মাতা এইচটিসির নতুন স্মার্টফোন এইচটিসি ওয়ান তিনটি দেশের বাজারে আসছে আগামী সপ্তাহে। এইচটিসির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, উত্তর আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ এবং এশিয়ার বাজারে কিছুটা বিলম্বে আসবে স্মার্টফোনটি।

এ প্রসঙ্গে এইচটিসি জানিয়েছে, ‘আমরা আমাদের গ্রাহকদের আগ্রহকে সাধুবাদ জানাই। ফোনটি হাতে পেলেই তারা বুঝতে পারবে, আগ্রহ বিফলে যায়নি।’ বাজারে এখন এইচটিসির প্রতিযোগিতা চলছে অন্য দু’টি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ও স্যামসাং-এর সঙ্গে।

মার্চ মাসে স্মার্টফোনটি ৮০টি দেশের বাজারে ছাড়ার কথা থাকলেও আগামী সপ্তাহে আসবে শুধু তিনটি দেশের বাজারে। তবে এপ্রিলের শেষের দিকে বিশ্বব্যাপী স্মার্টফোনটি পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এইচটিসি ওয়ান কিনতে আগ্রহীদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ