পুনঃনির্বাচন দিন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, অগ্রহণযোগ্য নির্বাচন নিয়ে অহংকার করার কিছু নেই। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার সদিচ্ছা থাকলে নতুন সরকার গঠনের আগেই সব দলের সঙ্গে সংলাপে বসুন। ৫ জানুয়ারির নির্বাচনে দেশের সাধারণ মানুষ ভোট দেয়নি। তাই এই নির্বাচন বাদ দিয়ে পুনঃনির্বাচনের তারিখ ঘোষণা করুন।
শনিবার জাতীয় প্রেস কাবের সামনে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধনে মান্না এসব কথা বলেন।
মান্না আরও বলেন, ৫ তারিখের নির্বাচনের পরে সংখ্যালঘুদের ওপর যে সহিংসতা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদর শাস্তির আওতায় আনতে হবে। কঠোর হওয়ার কথা শুধু মুখে বললে হবে না, বরং তা বাস্তবায়ন করে দেখাতে হবে।
দলীয় স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে অভিযোগ করে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে শাসক গোষ্ঠী যুক্ত আছে কিনা তাও তদন্ত করতে হবে।